কুষ্টিয়ায় শান্তিপূর্ণভাবে পালিত হলো অবরোধ

Kushtia

Kushtia_mapকিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুষ্টিয়ায় শান্তিপূর্ণভাবে অতিবাহিত হলো ১৮ দলের টানা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন।

শনিবার সকালে শহরের কুষ্টিয়া-পাবনা, কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-খুলনা, কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধের চেষ্টা করে পিকেটাররা। পরে পুলিশ এসে ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায় তারা।

এছাড়া শহরের মজমপুর গেটে অবস্থান নিয়ে জেলা ও সদর উপজেলা ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা অবরোধের সমর্থনে মিছিল করে। অবরোধ চলাকালে কুষ্টিয়ার ওপর দিয়ে দুরপাল্লার কোনও যানবাহন চলাচল করেনি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

জেলার মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, খোকসা, কুমারখালী উপজেলা ও ইবি থানা এলাকায় ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা অবরোধের সমর্থনে মিছিল করে।

এদিকে ১৮ দলের নেতাকর্মীদের নাশকতা রোধে শহরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।