
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন মনোনয়পত্র যাচাই বাছাই শেষে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাড়িয়েছে ৮৪৭ জন।একক প্রার্থী হিসেবে রয়েছেন ৩৩জন। শুক্রবার রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।
কমিশন সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২ ডিসেম্বর। এসময় পর্যন্ত ৩০০আসনের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়ে এক হাজার ১০৭ টি। গত বৃহস্পতি ও শুক্রবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই বাছাইয়ের পর ২৬০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।এর মধ্যে স্বেচ্ছায় প্রত্যাহার করে নেয় সাতজন প্রার্থী।
নির্বাচন কমিশন ১৩ ডিসেম্বরের আগেই আপিল নিষ্পত্তি করবে।বৈধ প্রার্থীরা ১৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগপাবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পর্যন্ত তাদের মনোনয়ন বহাল থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেন তারা।
যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের আপিল করার সুযোগ রয়েছে। বাতিলের পরবর্তী তিন দিন পর্যন্ত সময় কার্যকর থাকে।
এইচকেবি