বাবা হচ্ছেন ইমরান

Imran-Khan-and-Avantika1দীর্ঘদিনের প্রণয় পরিণয়ে গড়িয়েছে যে কয়জন বলিউড ভাগ্যবানের, ইমরান খান তাদের একজন। দীর্ঘ সাত বছর চুটিয়ে প্রেম করে ২০১১ সালের ১০ জানুয়ারি ঘরে তুলে নেন কৈশরের প্রেমিকা অবন্তিকা মালিককে। দীর্ঘ সাত বছরের প্রেমের মতো তাদের দাম্পত্য জীবনও  বোঝাপড়া-সুখ-স্বস্থিতে পরিপূর্ণ। সম্প্রতি জানা গেছে, বিবাহিত জীবনের তিন বছরের মাথায় ইমরান বাবা হতে চলেছেন।

 

এই গত কয়েক সপ্তাহ আগে সুখবরটি পেয়েছেন ইমরান, তাও কিছুটা আতংক, কিছুটা আনন্দের মধ্য দিয়ে! প্রিয়তমা স্ত্রী ডেঙ্গু আক্রান্ত হলে বেশ ঘাবড়ে গিয়েছেলেন তিনি। ডেঙ্গু টেস্টে ফলাফল পজিটিভ ধরা পড়ায় মুষড়ে পড়ার কথা তার, যদিও একই সময় পাওয়া আরেকটি খবরে ভেঙ্গে পড়ার সুযোগই পেলেন না তিনি। ডেঙ্গু টেস্টের পাশাপাশি আরেকটি টেস্ট থেকে জানা গেলো অবন্তিকা মা হতে চলেছেন।

খবর শুনে সবাই খুশি, কিন্তু আতংকও কম ছিলো না, নবাগত সন্তান ডেঙ্গু আক্রান্ত হওয়ার ভয় ছিলো যে!  খুশির খবর হলো, এখন আর কারো মাঝেই আতংক-টাতংকের কিছু নেই। কারণ অবন্তিকার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, অবন্তিকা ডেঙ্গুর ভয়মুক্ত ; শুধু তাই না তার অনাগত সন্তানও নিরাপদেই আছে ।

ইমরান-অবন্তিকার জন্য শুভেচ্ছা। পাশাপাশি আমরা না হয় অপেক্ষায় থাকি, ইমরান-অবন্তিকার ছেলে বা মেয়ে দেখার অপেক্ষায়।