অবরোধকারীদের দেওয়া আগুনে পুড়ে গেল ফরিদপুরের ট্রাক ড্রাইভার মেহেদীর স্বপ্ন। হরতাল আর অবরোধে সর্বনাশা আগুন স্বপ্নপূরনের অনেক আগেই কেড়ে নিলো তার প্রাণ।
গত ৩০ নভেম্বর গভীর রাতে কাজ শেষে বাড়ী ফেরার পথে দুই শিশু সন্তানের পিতা ট্রাক চালক মেহেদী শিকার হয়েছিলেন পেট্রোল বোমার।
ফরিদপুর শহরের হরিসভা এলাকায় মেহেদীর ট্রাকে পেট্রোল বোমা ছোড়ে দুষ্কৃতিকারিরা। রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শরীরের বিভিন্ন স্থানে ৩০ ভাগ দগ্ধ হয়ে মৃতুর সাথে যুদ্ধ করতে করতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে শুক্রবার সকারে নিভে যায় তার জীবন প্রদীপ।
শহরতলীর কমলাপুরের ৫নং ওর্য়াডের বাড়ীতে এখন চলছে শোকের মাতম। এলাকার শোকার্ত স্বজন ও প্রতিবেশিদের কান্নায় ভারী হয়ে উঠেছে গোটা এলাকা।
মেহেদীর বোন কান্নাজড়িত কণ্ঠে জানালেন বড় ভাল ছিল তার ভাইটি । দুদিন আগেও তার সাথে কথা হয়েছিলো। তিনি আরো জানান, ভাইয়ের স্বপ্ন ছিল সন্তানদুটিকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। কিন্তু সে স্বপ্ন পুরন হলো না।
এই অনাকাঙ্খিত মৃত্যুকে নেমে নিতে পারছেনা এলাকার সাধারন মানুষ। তাদের প্রশ্ন, মানুষ হত্যা কোন রাজনীতি?