
১৮দলের ডাকা অবরোধ কর্মসূচির কারণে দেশের বৃহত্তম চিনিকল ‘জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেড’ এর চলতি মৌসুমের আখ মাড়াই শুরু হল না। শুক্রবার (৬ডিসেম্বর) বাদ জুমা চলতি ২০১৩-১৪ইং মৌসুমের আখ মাড়াইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ঘোষণা করা হলেও অবশেষে তা স্থগিত করা হয়েছে।
বিরোধী দলের অবরোধ কিংবা হরতালের মত কর্মসূচি অব্যাহত থাকায় এ চিনিকলে প্রয়োজনীয় আখ সরবরাহ বিঘ্নিত হওয়ায় সঙ্গত: কারণে চিনি উৎপাদনও মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন আশঙ্কায় পূর্ব নির্ধারিত তারিখের (৬ডিসেম্বর) আখ মাড়াই শুরু না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চলতি আখ মাড়াই মৌসুমে জয়পুরহাট সুগার মিলে মোট ১লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ৭হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা র্ধায করা হয়েছিল।মোট ৬৭কর্ম দিবসে আখ থেকে চিনি আহরনের হার নির্ধারন করা হয়েছিল৭দশমিক ৬শতাংশ ।
এআর