
কোনভাবেই হ্যাকারদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। দিনকে দিনকে এদের দৌরাত্ম বেড়েই চলেছে। অন্যান্য ক্ষেত্রের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হ্যাকিংয়ের শিকার হয়ে থাকে বেশি। এতে ১০০ এর মতো দেশ হ্যাকারদের তৎপরতায় বিশ্বাসভঙ্গের মুখোমুখি হচ্ছে প্রায় প্রতিদিন। ফেসবুক, টুইটার, গুগল, ইয়াহুর মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রায় ২০ লাখ ব্যবহারকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। সিকাগো ভিত্তিক সাইবার সিকিউরিটি ফার্মের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কেএসডিকে ডট কম।
সাইবার সিকিউরিটি ফার্ম সুত্রে জানা গেছে, হ্যাকাদের খপ্পড়ে পড়ে ৩১ লাখ ৮ হাজার ১ শত ২১ জন ফেসবুক ব্যবহারকারী, ৫৯ হাজার ৫ শত ৪৯ জন ইয়াহু ব্যবহারকারী, ৫৪ হাজার ৪ শত ৩৭ জন গুগল ব্যবহারকারী, ২১ হাজার ৭ শত ৮ জন টুইটার ব্যবহারকারী, ৮ হাজার ৪ শত ৯০ জন লিঙ্কেডলিন ব্যবহারকারী তাদের পাসওয়ার্ড হারিয়েছেন।
এছাড়া হ্যাকাদের দৌরাত্মে প্রায় ১৬ লাখ ওয়েবসাইট ও ৩ লাখ ২০ হাজার ই-মেইল অ্যাকাউন্ট হারিয়েছে বলেও ওই প্রতিবোদনে বলা হয়।
ফার্মটি আরো জানিয়েছে, সহজ পাসওয়ার্ড ব্যবহারের কারণে সম্প্রতি হ্যাকিংয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
অনুসন্ধান করে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীদের মধ্যে বড়ো একটা অংশ এই ডিজিটগুলো ১২৩৪৫৬, ১২৩৪৫৬৭৮৯, ১২৩৪, ১২৩৪৫ পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে থাকেন।