সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে

নিম্নমুখী সূচক

নিম্নমুখী সূচকসপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক ঘন্টা শেষে ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২৭০ পয়েন্টে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৩৫ পয়েন্ট কমে ১৩ হাজার ২৭৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৮ পয়েন্টে। ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১০০ কোটি টাকার বেশি।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ৫০ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। মোট লেনদেন হয়েছে ২৪৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০ টির কমেছে ১২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির।

সিএসইতে এসময়  ১৪৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে । এর মধ্যে দর বেড়েছে ৫৩ টির কমেছে ৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০ টির।

এমআরবি/