
বৃহস্পতিবার সকালের দিকে ১৮ দলীয় ডাকা টানা অবরোধে নাশকতার অভিযোগে রংপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বিএনপির ১২ নেতাকর্মী গ্রেপ্তারদের মধ্যে পীরগঞ্জ উপজেলা থেকে নয় জন, তারাগঞ্জ থেকে দুই জন এবং পীরগাছা থেকে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের নাম জানা যায় নি।
রংপুর জেলা পুলিশের সহকারি সিনিয়র পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, বিএনপির ১২ নেতাকর্মীকে অবরোধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এএস