
জয়পুরহাট সদর উপজেলার উড়ি-মাধবপুর ব্রিজ এলাকায় উপড়ে ফেলা রেললাইন পুন:স্থাপন শেষে ৪ঘন্টা পর আবার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে জেলার জয়পুরহাট,পাঁচবিবি,আক্কেলপুর ও সান্তাহার ষ্টেশনে আটকে পড়া যাত্রীবাহী বিভিন্ন ট্রেনগুলো পুনরায় ওই লাইনে চলাচল শুরু হয়।
১৮দলের ডাকা ৭২ঘন্টা অবরোধের ৬ষ্ঠ দিনে রেলের নাইট গার্ডকে বেঁধে রেখে প্রায় ৪৫ফুট রেল লাইন উপড়ে ফেলায় জয়পুরহাটের সাথে রাজশাহী-খুলনা-ঢাকা ও পার্বতীপুর লাইনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।