উভয় বাজারে সূচক ও লেনদেন কমেছে

নিম্নমুখী সূচক

down_wardসপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে । এ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ২৭৭ পয়েন্টে। গত দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ২২ কোটির বেশি টাকার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৬২ পয়েন্ট কমে ১৩ হাজার ২৫২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৯৭ পয়েন্টে। এ দিন লেনদেন হওয়া ৪৪ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।

ডিএসইতে এদিন মোট লেনদেন হয়েছে ২৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৫ টির কমেছে ১২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির।

এ দিন সিএসইতে লেনদেন হয়েছে ২২০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭১ টির কমেছে ১৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির।

এমআরবি/