দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি: সালাউদ্দিন

salahuddin

salahuddinবিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীকে বলেছি এখনও সময় আছে বৃহস্পতিবার বিকেলের মধ্যে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। গণমাধ্যমে এক ভিডিও বার্তা পাঠিয়ে তিনি সরকারকে এমন হুঁশিয়ারী দেন।

গ্রেপ্তার আতংকে গা ঢাকা দিয়ে অজ্ঞাত স্থান থেকে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এই ভিডিও বার্তায় সরকারের উদ্দেশে তিনি বলেন, বিএনপির সকল নেতাকর্মীর মামলা প্রত্যাহার করুন। এক তরফা নির্বাচনের তফসিল স্থগিত করুন। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ১৮ দলীয় জোটের দেওয়া অবরোধ কর্মসূচি শেষ হচ্ছে। বৃহস্পতিবার বিকেলের মধ্যে আমাদের দাবি মেনে নেয়ার ঘোষণা না দিলে আমরা  আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।দেশ ও জাতির স্বার্থে অন্তর্ঘাতের পথ পরিহার করুন।

এমআর/