ঘোষিত তফসিল অনুযায়ীই নির্বাচন

Asraful Islam

Asraful Islamআসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী প্রধানমন্ত্রীর অধীনেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ।

গতকাল বিকেলে বঙ্গভবনে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

গত ২৫ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কাজী রকিব উদ্দীন আহমেদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় আশা প্রকাশ করেছেন, আগামি ৫ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ‘আনন্দঘন পরিবেশে’।

তবে, বিএনপিসহ ১৮-দলীয় জোট এই ‘একতরফা’ নির্বাচন প্রতিহত করতে অবরোধসহ নানা কর্মসূচি দিয়ে যাচ্ছে। এতে দেশ এক গভীর সংকটের দিকে যাচ্ছে বলে মনে করছেন সাধারণ জনতা।

এদিকে নির্বাচনে সব দলের অংশ গ্রহণ নিশ্চিত না হওয়ায় গত মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এক সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। এর পরের দিন আরেক সংবাদ সম্মেলনে দলীয় সব প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করার নির্দেশ দেন।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন রাজনৈতিক পরিস্থিতি শান্ত না হলে নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানিয়েছেন। এছাড়া কমনওয়েলথের প্রতিনিধিদলের পক্ষ থেকেও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে  চাপ দেওয়া হয়েছে।

এআর