
আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং বন ও পরিবেশ মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, হরতাল-অবরোধে মানুষের মনে যেভাবে ক্ষোভের আগুন জ্বলছে তাতে মনে হয় আমরা আর বেশি দিন পরিবহন শ্রমিকদের আন্দোলন থেকে খালেদা জিয়াকে রক্ষা করতে পারবো না। ।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত “বিএনপি-জামায়াতকর্তৃক মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসান বলেন, আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেলে বিরোধী দলের সাথে সমঝোতার আর কোনো সুযোগ থাকবে না। তাই বিরোধী দলের হরতাল-অবরোধ পরিহার করে নির্বাচনে আসা উচিত।
তিনি বলেন, গতকাল খালেদা জিয়া এক বিবৃতিতে বলেছেন সাধারণ মানুষ যেন হামলার শিকার না হয়। এর দ্বারা বোঝা যায় হরতাল-অবরোধে যত হামলা হয়েছে তার দায় তিনি শিকার করে নিয়েছেন। তাই সত্য বলার জন্য তাকে ধন্যবাদ জানাই পাশাপাশি এই ঘৃণ্য কাজ করার জন্য তার প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার ডাকা হরতাল-অবরোধে সারাদেশে যত পরিবহন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন এবং তাদের গাড়ির ক্ষতি হয়েছে তারা খালেদা জিয়ার প্রতি ক্ষিপ্ত হয়েছে। গতকাল তারা খালেদার বাড়ি ঘেরাও করতে গেলে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে কিন্তু সামনে তাদেরকে দমিয়ে রাখা কঠিন হতে পারে।
বিরোধী দলের আচরণে বোঝা যায় তারা নির্বাচনে আসার আগে ক্ষমতা নিশ্চিত করতে চায় এমনটি উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, সেজন্যই তারা বিলুপ্ত একটি সরকারের অধীনে নির্বাচন চায় যারা তাকে কোলে করে নিয়ে ক্ষমতায় বসাবে।
বিরোধী দল নির্বাচনে আসলে নির্বাচন কমিশন আবারও নতুন করে তফসিল ঘোষণা করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রজন্মলীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।
জেইউ/এআর