বুধবার চার কোম্পানির লেনদেন বন্ধ

suspended-logo-LMIরের্কড ডেট থাকায় পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির লেনদেন আগামিকাল বুধবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানি চারটি হল- ওষুধ ও রসায়ন কাতের ফার্মা এইড, বিদ্যুত ও জ্বালানি খাতের ইস্টার্ণ লুব্রিকেটস ও যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের জিমনি সি ফুড।