সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে আগামি দশম জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন জাতীয় পার্টির সভাপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে বাংলাদেশ জাতীয় পার্টির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এরশাদ বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন। তা নিশ্চিত করতে পারেনি বর্তমান নির্বাচন কমিশন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর।
জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দিয়ে তিনি বলেন, আমি সর্বদলীয় সরকার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এমআর/এআর