বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত এক লিখিত বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, জনগণকে বিভ্রান্ত করতেই পর্দার অন্তরালে থেকে তথাকথিত সংলাপের কথা ছড়াচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রীরা।
মঙ্গলবার বিকেলে বিবৃতির মাধ্যমে তিনি এ অভিযোগ করেন। ফখরুল বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্যই অন্তরালে সংলাপ হচ্ছে- সরকারের মন্ত্রীরাই এমন গুজব ছড়াচ্ছে। বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসন করতে হলে যে তফসিল ঘোষণা করা হয়েছে তা স্থগিত করে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
অবরোধে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রসংঙ্গে তিনি বলেন, আন্দোলনে ইতোমধ্যে এই বর্বর সরকারের নিষ্ঠুর নির্যাতনের কবলে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আর যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকামী মানুষের এ আন্দোলন কখনো বৃথা যেতে পারে না।
দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহার করুন। গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিন।
এমআর/