এরশাদ সাহেবের নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণাটি প্রমাণ করে আমি সঠিক পথেই ছিলাম, বলে দাবি করলেন তৃণমূল জাতীয় পার্টির সভাপতি কাজী জাফর আহমদ।
মঙ্গলবার সকালে জাতীয় পার্টির সভাপতি হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
এরশাদের সাথে সর্বদলীয় সরকারে যোগ দেওয়া নিয়ে জাতীয় পার্টি থেকে সদ্য বহিষ্কৃত হন এই প্রবীন নেতা ও সাবেক প্রধানমন্ত্রী।
কাজী জাফর বলেন, নির্দলীয় সরকারের অধীন ছাড়া দেশে কোনো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। জাতীয় পার্টির এ ধরনের ভুল করতে পারে না। দলের চেয়ারম্যান দেরিতে হলেও তার ভুল বুঝতে পেরেছেন। এজন্য তাকে আমি ধন্যবাদ জানাই।
এমআর/