সোমবার দিবাগত রাতে নওগাঁর আত্রাইয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা ব্যার্থ হওয়ায় ডাকাতরা ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ করে। ডাকাতের হামলায় গৃহকর্তা ও তার ছেলে আহত হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার গভীর রাতে উপজেলার সমসপাড়া মুন্সিপাড়া গ্রামের প্রবাসী ব্যবসায়ী ফজলমীরের বাড়িতে ১৫/ ১৬জন মুখোশধারী ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতরা তার বাড়ির প্রথম গেইটের তালা ভেঙ্গে দ্বিতীয় গেইটের তালা ভাঙ্গার সময় বাড়ির লোকজন টের পেয়ে গেইটে চলে আসে। এসময় ফজলমীর (৪০) ও তার ছেলে শাহিনুরের (২২) সাথে ডাকাতদের ধস্তাধস্তির এক পর্যায় ডাকাতদের আক্রমণে পিতা পুত্র আহত হন।
এসময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা বলেন, তারা ডাকাতির জন্যই এসেছিল। এলাকাবাসীর সাহসী ভূমিকায় তারা পালিয়ে গেছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় চরম আতংক বিরাজ করছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।