৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতার প্রসার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা এবং উন্নতি সাধন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালন করা হয়।
প্রতিবছরের মতো এবারও সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় প্রতিবন্ধী ফোরাম বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছে। মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম।
প্রসঙ্গত জাতিসংঘ ১৯৯২ সাল থেকে এই দিনটিকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসেবে ঘোষণা দেয়।