সূচকের ঊর্ধ্বমুখী ধারায় চলছে লেনদেন

up_trend1সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শুরু হয়েছে। বেলা সাড়ে ১১ টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৭৪ পয়েন্ট বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৮০ পয়েন্ট।

সোমবার বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ডিএসইএক্স সূচক চার হাজার ২২১ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএস৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯২ পয়েন্টে। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ২৩৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২২৬ টির কমেছে ৬ টির এবং ৬ টির। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৮৯ কোটি টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৩৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫ টির কমেছে ১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ টির।

 

এমআরবি/