
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে দুই মহিলাসহ ২৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে তিনজন, ২ আসনে নয়জন, ৩ আসনে ছয়জন, ৪ আসনে পাঁচজন, ৫ আসনে চারজন এবং ৬ আসনে দুইজন।
সোমবার ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আওয়ামী লীগের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ সায়েদুল হক, জাতীয় পার্টির পক্ষে রেজোয়ান আহমেদ, ইসলামী ফ্রন্টের মো. ইসলাম উদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগের পক্ষে উম্মে ফাতেমা নাজমা বেগম, আওয়ামী লীগের (বিদ্রোহী) শাহ মো. মফিজ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, জাসদ (ইনু) এ.বি.এম. ফিরোজ, জাতীয় পার্টি (জেপি) জামিলুল হক বকুল, বিএনএফ’র হাবিবুর রহমান ভূইয়া, স্বতন্ত্র সোহবার হোসেন, মিসেস নায়ার কবীর, সাবেক ছাত্রলীগ নেতা আবু শামীম মো. আরিফ।
ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর-বিজয়নগর) আসনে আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, জাতীয় পার্টি (জেপি) মো. ফরিদ আহমেদ, তরিকত ফেডারেশনের মো. জহিরুল হক চৌধুরী, ইসলামী ফ্রন্টের সৈয়দ মো. নাঈমুদ্দিন আহমেদ, বিএনএফ’র জহিরুল হক ভূইয়া। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিশিষ্ট আইনজীবী ও বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌশুলী অ্যাডভেকেট আনিসুল হক, জাতীয় পার্টির পক্ষে পার্টির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, জাতীয় পার্টির (বিদ্রোহী) সেলিম মাস্টার, জাসদ (ইনু) আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী খন্দকার হেবজুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগের মো. ফয়েজুর রহমান বাদল, জাতীয় পার্টির পক্ষে কেন্দ্রীয় নেতা কাজী মামুনুর রশীদ, জাসদ (ইনু) কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন, জাতীয় পার্টির (বিদ্রোহী) মোবারক হোসেন দুলু। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এ.বি. তাজুল ইসলাম, এবং জাতীয় পার্টির পক্ষে মোস্তফা আজাদ।
এআর/এসইউ