
নরসিংদীতে ৫টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা।
সোমবার দুপুরে নরসিংদী-৩ শিবপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য জহিরুল হক মোহন সহকারী রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন পত্র জমা দেন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এছাড়া নরসিংদী সদর-১ আসনে আওয়ামী লীগের মোহাম্মদ নজরুল ইসলাম হিরু, নরসিংদী-২ আসনে ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ স্ব-স্ব উপজেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা দেন।
নরসিংদী-৫ আসনে সাবেক মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজুর পক্ষে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। এছাড়া বিকেলে জাতীয় পার্টি থেকে নরসিংদী ১ সদর আসনে মোস্তফা জামাল বেবী, নরসিংদী-২ আসনে রশিদুজ্জামান, নরসিংদী-৩ আসনে রেজাউল করিম বাসেত, নরসিংদী-৪ আসনে কামাল হোসেন, নরসিংদী-৫ আসনে এম.এ সাত্তার মনোনয়ন জমা দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৩ আসনে মনোনয়নপত্র জমা দেন মনোনয়ন বঞ্চিত যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা।
এআর