
১৮ দলের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন গতকাল রেললাইন উপড়ে ফেলায় অন্তত ৫০ জন আহত হয়েছে। আর এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও নোয়াখালীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জানা যায়, রেললাইনের ফিসপ্লেট তুলে নেওয়ার কারণে এ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লাইনচ্যুত মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি এখনও উদ্ধার করা সম্ভব হয় নি।
এদিকে আহত রেলের চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। দ্বায়িত্বে অবহেলার অভিযোগে লাকসাম রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল্লাহকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রী মুজিবুল হক।
ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনাকে নাশকতা উল্লেখ করে কুমিল্লার সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, যাত্রীদের নিরাপত্তার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।