
আজ সোমবার দুপুরে ভৈরবে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমানের ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সেলিম আহমেদ তাঁর নিজ কার্যালয়ে এই মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার সায়েদ মো. আনোয়ার খালেদসহ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মির্জা মো. সুলায়মান, সহ-সভাপতি হাজী সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শেফায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।
এআর