সোমবার নওগাঁয় দুপুর ২টা পর্যন্ত হরতাল

naogaon Gold

images.jpg2সোমবার নওগাঁয় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের ভাংচুর ও বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে স্থানীয় সংগঠন এ হরতালের ডাক দিয়েছে।

হরতালের সমর্থনে রোববার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরের ব্রিজের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের প্রমুখ নেতারা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এআর