পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি শেয়ার লেনদেন আগামিকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত স্পট মার্কেটে ব্লক/অডলটে হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানি দুইটি হল-প্রকৌশল খাতের আফতাব অটো মোবাইলস এবং ট্যানারি শিল্পের বাটা সু।
এছাড়া লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রের্কড ডেট থাকায় আগামি ৫ ডিসেম্বর এই কেআম্পানি দুইটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
এমআরবি/