
নরসিংদীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মনোনয়ন পত্র জমাদান শুরু হয়েছে। রোববার বিকেলে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।বিকেল ৩টায় তিনি মনোহরদী উপজেলা নির্বাচন অফিসে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মস্তুফার নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড. এসএ হাদী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মো. ফজলুল হক, মনোহরদী পৌর মেয়র মো. আলফাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মোল্লা যাদু, উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আপেল, সাধারণ সম্পাদক মকসুদ আলম নীলু, ছাত্রলীগের সভাপতি আমিনুর রশিদ সুজন প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এআর