
আজ জুডিসিয়াল ম্যাজিস্ট্রটের আদালতে উপস্থিত করা হলে তারুন তেজপালের ১৪ দিনের রিমান্ড চেয়েছে গোয়া পুলিশ। শনিবার ধর্ষণের অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী অপরাধ বিভাগ সূত্রে জানা গেছে, পুলিশ তেজপালের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য রিমান্ডের আবেদন জানিয়েছে। তিনিও ঘটনার সততা যাচাইয়ের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে আসছেন।
প্রসঙ্গত, তেহেলকার এক এক নারী সাংবাদিক তেজপালের বিরুদ্ধে চলতি মাসের শুরুতে পর্যটন নগর গোয়ায় তেহেলকা আয়োজিত এক অনুষ্ঠানে তেজপালের নির্যাতনের শিকার হন বলে পুলিশের কাছে অভিযোগ করেন। এর পর গোয়া পুলিশ স্বপ্রনোদিত হয়ে তেজপালের বিরুদ্ধে মামলা দায়ের করে।
শনিবার তাকে গ্রেপ্তার করা হলে তিনি আগাম জামিনের আবেদন করেন, কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে দেন।