
গ্রুপ থিয়েটার দিবস উপলক্ষে রংপুর মহানগরীতে আনন্দ র্যালি ও নাটক মঞ্চস্থ করেছে রংপুর বিভাগীয় ফেডারেশান। শুক্রবার সকালে টাউন হল পাবলিক লাইব্রেরি চত্বর থেকে বিভিন্ন সংগঠনের নাট্যশিল্পী ও ফেডারেশানের নেতাদের অংশগ্রহণে র্যালিটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিলিত হন।
সেখানে গ্রুপ থিয়েটার দিবসের আলোচনা অনুষ্ঠানে রংপুর বিভাগীয় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক মুরাদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করে রংপুর নাট্যকেন্দ্র’র সভাপতি কাজী মোঃ জুননুন। এসময় বক্তব্য রাখেন রংপুর নাট্যচক্রের সাধারন সম্পাদক হাসান আলী, সারথি নাট্য সম্প্রদায়ের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক (বাবুসোনা), রংপুর নাট্যকেন্দ্র’র সাংগঠনিক সম্পাদক এম এ মজিদ, চেতনা নাট্যগোষ্ঠীর শিলা মনসুর, রংপুর থিয়েটারের নিজামুল ইসলাম বাবলু প্রমুখ।
আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নে গ্রুপ থিয়েটারের চর্চাকে আরো সক্রিয় রাখবার আহবান জানিয়ে বলেন, দেশে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মূল সমস্যা তুলে ধরতে হবে। স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রে যেন মৌলবাদ জঙ্গীবাদের উত্থান রোধে সাংস্কৃতিককর্মীদের ঐক্যবদ্ধ হবার উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করার দাবিতে স্বাক্ষী শিরোনামে পথ নাটক পরিবেশন করে রংপুর পদাতিক এর কলাকুশলীরা।
এআর