সংসদে আস্থা-অনাস্থার ফুলসেরাত ভালভাবেই পার হতে পেরেছেন থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। টিকে থাকার জন্য সংসদে ৫০ শতাংশ ভোট প্রয়োজন ছিল। ইংলাক ৬০ শতাংশের বেশি ভোট পেয়েছেন।
পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরে টানা আন্দোলনে থাকা বিরোধী দলকে দেখিয়ে দিয়েছেন দলের উপর তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ এখনও অটুঁট। আর জনপ্রিয়তায়ও ধস নামেনি।
তবে আস্থা ভোটে ইংলাকের জয়ের পরও আন্দোলনের মাঠ ছাড়েনি ডেমোক্রেটিক পাটির নেতা-কমীরা। িএতদিন তারা আস্থা ভোট ও পদত্যাগের যুগপৎ আন্দোলন চালাচ্ছিল। ভোটে ইংলাক জিতে যাওয়ার পর এবার সরাসরি তার পদত্যাগের দাবি করছেন তারা।
আন্দোলনকারীদের অভিযোগ, ইংলাক প্রধানমন্ত্রী হলেও তিনি দেশ চালাচ্ছেন না। পদার আড়ালে থেকে দেশ চালাচ্ছেন তার বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা।
এদিকে, জাতিসংঘের প্রেসিডেন্ট বান কি মুন থাইল্যান্ডে চলমান সব ধরণের সংকট উত্তরনে সব দলের প্রতি আহবান জানান ।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বিক্ষোভকারীরা রাজধানী ব্যাংককসহ দেশটির বিভিন্ন স্থানে আন্দোলন করছে বিরোধীরা। তারা কয়েকটি মন্ত্রণালয় ও সরকারি অফিস অবরুদ্ধ করে রাখে।