
এ হরতালের কারনে দেশের বিমা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তিনি মনে করেন।কেননা বিমিা কোম্পানিগুলোকে বিমার আওতাধীন যানবাহন ও সম্পত্তির ক্ষয় –ক্ষতির বিমা দাবি প্ররিশোধ করতে হয়।
তিনি বলেন ধারাবাহিক হরতাল দেশী বিদেশী বিনিয়োগকারীদের ব্যাপকভাবে নিরুৎসাহিত করছে বলে অভিজ্ঞমহল মনে করেন।
ধরনের সহিংসতা অব্যাহত থাকলে দেশ চরম সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে বলে আশংকা করেন বিআইএ সভাপতি।