রাজধানীতে চলছে ককটেল বিস্ফোরণ: যানবাহনে আগুন

stricckeরাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ককটেল বিস্ফোরণে গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস সহকারী আবু নাসের (৪০) গুরুতর ভাবে আহত হয়েছেন।

বৃহস্পবিার বেলা তিন টায় এ ককটেল বিস্ফোরণ ঘটায় দূবৃত্তরা।আহত আবু নাসেরকে আহত অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রেসক্লাব পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হোসেন বলেন, দূবৃত্তরা ককটেল বিস্ফোরণ করে দ্রুত পালিয়ে যায়।এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চারটি হাতবোমার বিস্ফোরণে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহ্ত হয়েছেন।

বিএনপি নেতৃত্বাধীন টানা ৭১ ঘন্টা অবরোধ কর্মসূচির  তৃতীয় দিন বৃহস্পতিবার  এ ঘটনা ঘটে।

আহত কনস্টেবলের নাম সোহেল রানা।তিনি পল্টন থানার অধীনে নয়াপল্টন এলাকায় কর্তব্যরত ছিলেন।তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত  রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে কাঁটাবনে শতাব্দী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দূবৃত্তরা।আজ বৃহস্পবিার বিকেল ৪ টা ১০ মিনিটে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

এতে যাত্রীবাহী বাসটির কোনো যাত্রীর ক্ষতি না হলেও বাসটির বেশির ভাগ অংশই পুড়ে গেছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানায়, যাত্রীবেশে দুজন দূবৃত্ত এ অগ্নিসংযোগ করেছে।তবে তাদের আটক করতে পারেনি পুলিশ।

এছাড়া, বাংলামোটর এলাকায় একটি সিএনজিতে অগ্নিসংযোগ করেছে দূবৃত্তরা।সিএনজি ড্রাইভার তোরাব হোসেন জানান, সে কোনোরকমে সে জায়গা থেকে প্রাণ নিয়ে পালাতে সক্ষম হয়েছে।

এমআর/