ভারত সরকার ৪০ হাজার কোটি রুপির শেয়ার বেচবে

IOC CoalIndiaবাজেট ঘাটতি মেটাতে রাষ্ট্রায়ত্ত ছয়টি কোম্পানির শেয়ার বিক্রি করবে ভারত সরকার। শেয়ার বিক্রি ও বন্ডের মাধ্যমে বাজার থেকে ৪০ হাজার কোটি রুপি সংগ্রহের আশা করছে তারা। চলতি বছরের মধ্যেই এ শেয়ার অবলোডের (বিক্রি) প্রক্রিয়া শুরু হবে।খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।

সরকার কোম্পানিগুলোর মধ্যে ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আই্ওসি) এবং কোল ইন্ডিয়ার মত বড় কোম্পানিও রয়েছে। ২০১২-১৩ অথবছরে শেয়ার অফলোডের মাধ্যমে  ২৩ হাজার ৯২০ কোটি রুপি সংগ্রহ করেছিল সরকার।

এছাড়া সরকার বিনিয়োগ প্রত্যাহারের জন্য স্পেসিফিক আন্ডারটেকিং অব ইউনিট ট্রাস্ট অব ইন্ডিয়া (সুতি) পুনরুজ্জীবিত করা এবং পাবলিক-সেক্টর এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) ছাড়ারও পরিকল্পনা করছে।

পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়ার (পিজিসিআইএল)শেয়ার অফলোডের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হতে পারে। চলতি বছরই এ কোম্পানির শেয়ার বিক্রি করা সম্ভব হবে বলে আশা করছে দেশটির অথ মন্ত্রণালয়।

আগামি বছরের জানুয়ারি মাসে ছাড়া হবে ইঞ্জিনিয়ারস ইন্ডিয়া লিমিটেডের আইপিও। এর পর পরই আসবে হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড।