

ঐতিহ্যবাহী ওয়ার্ল্ড এক্সপো’র ইতিহাসের প্রথমবারের মত মধ্যপ্রাচ্যের কোনো শহর এ মেলা আয়োজনের সুযোগ পাচ্ছে। এবার মেলার আয়োজক হতে শক্ত প্রতিযোগিতার মধ্যে পড়তে হয় প্রতিযোগী দেশগুলোকে। প্রতিযোগিতার মাঠে দুবাইয়ের প্রতিদ্বন্দ্বী ছিল তুরস্কের ইজমির, ব্রাজিলের সাওপাওলো এবং রাশিয়ার ইকাতেরিনবার্গ।
দুবাই কর্তৃপক্ষ আশা করছে, ওয়ার্ল্ড এক্সপো ২০২০ উপলক্ষে ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ২৩ বিলিয়ন ডলার আয় হবে। আর এ মেলার আয়োজনে ব্যয় হবে মাত্র সাড়ে ৮ বিলিয়ন ডলার।