চলছে ১৮ দলের অবরোধের দ্বিতীয় দিন

oborodh_day2নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলের টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে। এদিন রাজধানীতে সকাল ১০টা পর্যন্ত কয়েকটি কয়েকটেল বিষ্ফোরন ছাড়া বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

সকাল ৯টার দিকে রাজধানী মিরপুর-১১  নম্বরে অবরোধ সমর্থনকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরন ঘটায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্বার করে। সকাল সোয়া ছয়টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে। এসময় পুলিশ ধাওয়া দিলে তারা কয়েকটি ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়

মঙ্গলবার রাত ৯টার দিকে খামারবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাসে অবরোধ সমর্থকরা আগুন দিলে পাঁচ যাত্রী আহত হয়। এর আগে সন্ধ্যায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে তিন সংবাদকর্মী আহত হয়। এছাড়া দুপুরে হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে অটোরিকশাচালক সাবেতের হাত ও মুখ পুড়ে যায়।

অবরোধের মধ্যে রাজধানী থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে না গেলেও প্রধান সড়কগুলোতে কিছু বাস চলাচল করতে দেখা গেছে। রাজধানীর সড়কগুলোতে এখন রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা বেশি চলছে।