সম্প্রতি মোবাইল ফোন কোম্পানি নোকিয়ার মালিকানা কেনার পরে প্রযুক্তি বিশ্ব ভেবেছিল বেশকিছু দিন বাদে মাইক্রোসফটের পালে আবার সুবাতাস লাগতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রে শীর্ষ ধণীদের তালিকায় বিল গেটসের আবার উঠে আসাকেও ইতিবাচক ভাবছির সকলে্ এছাড়া আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান সনির সাথে যৌথ ভাবে কয়েকটি গেমস বানিয়েও লাভের মুখ দেখেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু সম্প্রতি আলোচিত ভিডিও গেমিং কনসোন এক্সবক্স আবারও লোকসানের মুখোমুখি দাড় করাচ্ছে মাইক্রোসফটকে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের দাবি এক্সবক্স ওয়ান ভিডিও গেইমিং কনসোল বাজারে লোকসানের মুখে পড়বে। এতে করে কোম্পানিটি বাজারে মারাত্মক ধাক্কা খাবে বলে আশংকা করছেন তারা। খবর গুগল নিউজ ।
প্রযুক্তির বাজার প্রদর্শক আইএইচএস এ গেম মেশিনের উৎপাদন খরচ পর্যবেক্ষণ করে জানিয়েছেন, এক্সবক্স ওয়ান কনসোল তৈরিতে প্রতি ইউনিটে হার্ডওয়ার বাবদ খরচ পড়েছে ৪৫৭ মার্কিন ডলার, আনুসাঙ্গিক খরচ ১৪ মার্কিন ডলার । অর্থাৎ বাজার পর্যন্ত পৌঁছাতে এর উৎপাদন খরচ পড়েছে ৪৭১ মার্কিন ডলার ।
কিন্ত বিক্রয়ের জন্য এ পণ্যের মূল্য লেখা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার । ফলে এখানে বিক্রয়মুল্য এবং উতপাদন খরচের মধ্যে পার্থক্য দাড়িয়েছে মাত্র ২৮ মার্কিন ডলার । এছাড়া কোম্পানির কাছে খুচরা বিক্রেতাদের পণ্যর কমিশনতো রয়েছেই ।
সব মিলিয়ে কোম্পানিটি তার নতুন এ পণ্যে লাভের বদলে লোকসানেই পড়ছে।
তবে প্রতিষ্ঠানটির সহযোগি নির্মাতা সনি বলেছ, লস প্রজেক্টে হলেও উৎপাদন খরচ পুষিয়ে নিতে নতুন এ গেইম মেশিন বাজারে বিক্রি চালিয়ে যেতে হবে মাইক্রোসফটকে।