‘আশা শেষ হয়নি, গোপনে চলছে সংলাপ’

আবুল মাল আব্দুল মুহিত

আবুল মাল আব্দুল মুহিতবিরোধী দলের আলটিমেটাম উপেক্ষা করে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আর অবরোধ-নাশকতায় জনজীবনে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়লেও আশা হারাচ্ছেন না অর্থমন্ত্রী আবুল মাল অআবদুল মুহিত। তিনি বলেছেন, সমঝোতার আশা ত্যাগ করার কোনো কারণ নেই। আর এর পেছনের যুক্তির বিষয়টিও জানিয়েছেন তিনি। বলেছেন, গোপনে দুই দলের মধ্যে সংলাপ চলছে।

বুধবার সন্ধ্যায় সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সংলাপের মাধ্যমে চলমান রাজনৈতিক সংকটের সমাধান আর দুই দলের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠিত হবে।

মুহিত বলেন, বড় দুই দলের মধ্যে কনফেডেনশিয়াল সংলাপ চলছে। আমাদের পক্ষে নেগোসিয়েশন করছেন সৈয়দ আশরাফ। আর বিএনপির পক্ষে ফখরুল ইসলাম।