রাজশাহীতে ট্রেনে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। মঙ্গলবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদা রেলস্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় অবরোধকারীরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্ত:নগর উত্তরা এক্সপ্রেস ট্রেনটি দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি সারদা স্টেশনে পৌঁছালে ট্রেনের ইঞ্জিনে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারিনটেনডেন্ট আব্দুল করিম জানান, এ ঘটনার পর রেলপথের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ট্রেনটির ইঞ্জিন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।