পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে প্রেরণ করা হয়েছে। কোম্পানি দুটি হলো: সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সেন্ট্রাল ফার্মাসিউরিক্যালসের বোনাস শেয়ার ২৪ নভেম্বর এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বোনাস শেয়ার ২৬ নভেম্বর বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে প্রেরণ করা হয়েছে।
এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে সেন্ট্রাল ফার্মা ১৫ শতাংশ স্টক এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত ৮ বছরের জন্য ২১০০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে।
উভয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।
এমআরবি/