ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেকেরহাট উত্তরপাড়ের বিশিষ্ট ক্যাবল ব্যবসায়ী, হাবিব স্যাটেলাইট ক্যাবল নেটওয়ার্কের মিলন চৌধুরী। দুর্বৃত্তরা তার দুই চোখে লোহার পেরেক ঢুকিয়ে হত্যার চেষ্টা করায় গুরুত্বর আহত হয়ে তিনি ফমেকে ভর্তি হন।
পরিবারের সদস্যরা জানায়, রোববার রাতে স্থানীয় বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বর্বর এ হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে আহত মিলনের বোন ও বাবা।
কর্তব্যরত চিকিৎসক এনামুল হক জানান, মিলনের চোখের চিকিৎসা চলছে। তবে সে তার দৃষ্টিশক্তি স্বাভাবিক হবে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না।
এসইউ