দায়িত্বশীল চোর!

Theif Number

Theif Numberচোরদের নিয়ে আমাদের দেশে অেনক জোক আছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত জোকটি হচ্ছে-চোর হলেও ঈমান ভাল। তবে জোক নয়, চীনে সম্প্রতি সত্যিই এমন ঈমানদার চোরের সন্ধান মিলেছে। ওই চোর জো বিন নামের এক ব্যাক্তির আইফোন চুরি করেছে। ফোনটিতে অনেক গুরুত্বপূর্ণ নাম্বার সেভ করা ছিল। চোরটি হয়তো তা বুঝতে পেরেছে। আর তা বুঝেই সব নাম্বার কাগজে লিখে তা জো বিনের কাছে পাঠিয়ে দিয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়ার বরাত দিয়ে গালফ নিউজ এ খবরটি পরিবেশন করেছে।

খবর অনুসারে, জো বিনের ওই ফোনটিতে প্রায় ১ হাজার নাম্বার সেভ করা ছিল। চোরটি কাগজে সব নাম্বার লিখেছে। এর জন্য তার ১১ টি পাতা ব্যয় করতে হয়েছে।

 

ট্যাক্সিতে উঠার সময় চোরটি কৌশলে জোর ফোনটি হাতিয়ে নেয় বলে মনে করছে সে। শখের আইফোনটি হাতছাড়া হয়ে যাওয়ায় তার তেমন মন খারাপ ছিল না, যতটা ছিল নাম্বারগুলো হারানোয়। কারণ এসব নাম্বারের কোনো ব্যাক-আপ ছিল না। পৃথিবীব্যাপি লাখ লাখ ফোন ব্যবহারকারীর ক্ষেত্রেই এমনটি ঘটে থাকে।