
পরমাণু গবেষণা ইস্যুতে ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সমঝোতা ভারতের জন্য বড় আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে।ভারত সরকার ইরান থেকে বাড়তি তেল আমদানির পরিকল্পনা করছে।এমনিতেই ইরানের কিছুটা সস্তা।অন্যদিকে সমঝোর মধ্যদিয়ে সম্ভাব্য সংঘতের আশংকা কমে যাওয়ায় তেলের আন্তর্জাতিক বাজারও কিছুটা নিম্নমুখী।
ভারতের জ্বালানি তেল মন্ত্রণালয় আশা করছে,তারা চলতি অর্বছরে ইরানের পারস্য উপসাগরীয় তেল অঞ্চল থেকে প্রায় সোয়া এক কোটি টনের মতো তেল আমদানি করতে পারবে।আর এতে তাদের সাশ্রয় হবে সাড়ে ৮ বিলিয়ন ডলার। অবশ্য সবই নির্ভর করেছ এই পরমানু সমঝোতা যদি টিকে থাকে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তা না হলে ভারতের আশা অনেকটাই অপূর্ণ থেকে যাবে।
উল্লেখ, চুক্তিটি টিকে থাকলেও পরবর্তী ছয় মাসের আগে তেল রপ্তানি বাড়াতে পারবে না ইরান। সমঝোতার মধ্যেই এ শর্ত রয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের গণশত্রু ইসরায়েল এ সমঝোতার বিরোধিতা করে আসছে।