অবরোধ সফল হয়েছে বলে দাবি করলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সারাদেশের অবরোধের পরিস্থিতি তুলে ধরে দলের পক্ষ থেকে করা এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবী করেন।
রিজভী বলেন, তফসিল প্রত্যাখ্যান করে সারাদেশের মানুষ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের দেওয়া কর্মসূচি অনুযায়ী টানা ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনের অবরোধ সফল হয়েছে।একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকার নীল নকশা বাস্তবায়নে সরকারকে সাহায্য করতে বর্তমান নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করেছে।জনগণও প্রহসনের এ তফসিল প্রত্যাখ্যান করেছে।
দেশের সুশীল সমাজ এ তফসিল প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণ ও সুশীল সমাজের সকল দাবি উপেক্ষা করে সরকার দানবীয় রুপ ধারণ করেছে।সরকারের নির্দেশে আইনশৃংখলা বাহিনী শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন কারীদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে।
এসময় তিনি দাবি করেন আজ সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপির তিন জন নিহত ও ১১০০ আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ৪০০ জনের অধিক নেতাকর্মী। মামলা হয়েছে ৪০০০ হাজারের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে।
এছাড়া ভ্রাম্যমান আদালত ৪ জনকে সাজা দিয়েছেন বলেও জানান তিনি।
এমআর