অবরোধ কর্মসুচীর প্রথম দিন আশুগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে  সারা দেশে টানা ৪৮ঘণ্টার রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধের কর্মসুচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সোমবার রাতে ঢাকা-চট্রাগ্রাম রেল লাইনের আশুগঞ্জের ২৫নং ব্রীজের উপরে রেল লাইনে আগুন দিয়েছে অবরোধকারীরা।
ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের উপর দিয়ে দূর পাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আশুগঞ্জ সার কারখানা থেকে কমান্ড এরিয়াভুক্ত আট জেলায় পরিবহন বন্ধ রয়েছে।আশুগঞ্জের দু্টি লঞ্চ টার্মিনাল থেকে কোন যাত্রীবাহি লঞ্চ ছেড়ে যেতে দেখা যায়নি।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের স্টেশন রোড এলাকায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 এতে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হাজী মো. শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মানিক চৌধুরী, প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিব,  লালপুর ইউনিয়ন বিএনপির নেতা হাজী মো. শামীম চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক ফাইজুর রহমান, যুগ্ম আহবায়ক মো. আলমগীর খা, সদস্য সচিব মহিউদ্দিন খান শ্যামল, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সেলিম পারভেজ, সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম কোয়েল, সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী প্রমুখ ।
সমাবেশে বক্তারা, নির্বাচন কমিশন আগামী দশম জাতীয় নির্বাচনের যে তফসিল ঘোষনা করেছে। সে নির্বাচন আমরা যে কোন মূল্যে প্রতিহত করবো। অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী মেনে নিয়ে একটি অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ তৈরি করার আহবান জানান তারা।