ব্যারিস্টার ফখরুরের রিমান্ড স্থগিত করেছে হাইকোর্ট

fokhrul_2বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা)চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলামকে নিম্ন আদালতের দেওয়া ৪ দিনের  রিমান্ড স্থগিত করেছে হাইকোর্ট।

সোমবার বিকে্লে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ রিমান্ড স্থগিত করার এ আদেশ দেন।

সকালে আবেদনটির শুনানি শুরু হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক এটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও ব্যরিষ্টার মাহবুব উদ্দিন খোকন।শুনানি শেষে বিকেলে আদালত এ আদেশ দেন।

হাইকোর্টের আদেশর পর মাহবুব উদ্দিন খোকন জানান, আদালত ফখরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।এছাড়া, প্রয়োজনে তাকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।

প্রসঙ্গত, ২১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক মো. হাবিল হোসেন ফখরুলকে জিজ্ঞাসাবদের জন্য ৪ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

এমআর/