জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের অপসারণের দাবিতে প্রতীকী অনশন শুরু করেছে আন্দোলনরত শিক্ষকরা। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে এ প্রতীকী অনশন করা হয়। এই অনশন চলবে বিকেল ৫টা পর্যন্ত। আর অনশন শেষে বিকেল সাড়ে ৫টায় এক সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে অধ্যাপক আনোয়ার হোসেন তিনদিনের ছুটি শেষে আবারও বাড়িয়ে তিনদিনের ছুটি নিয়েছেন। তিনি এখন চিকিৎসা নিতে ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। তার অনুপুস্থিতে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম এ মতিন।
কিন্তু ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম এ মতিন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ টানা ষষ্ঠ দিনের মত
আজো অবরুদ্ধ আছেন বলে জানা গেছে।