ইয়াহুর বিরুদ্ধে মামলা

yahoo-sad-face

yahoo-sad-faceপৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ওয়েবভিত্তিক ইমেইল সেবাগুলির অন্যতম সাইট ইয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ব্যবহারকারীদের ইমেইল সেবা সাময়িক বন্ধ রাখার  জন্য  ব্রায়ান পিঙকাস  নামে এক আইনবিদ এ মামলা দায়ের করেছেন।

ব্লুমবার্গ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ক্যালিফোর্নিয়ার সান জোসেতে দায়ের করা মামলায় প্রত্যেক ইমেইল ব্যবহারীর গোপনীয়তায় হস্তক্ষেপ করায় ব্যক্তিপ্রতি ৫০০০ ডলার ক্ষতিপুরনের কথা বলা হয় ।

মামলায় ইয়াহু কতৃপক্ষ  দাবি করেছে, মুলত ব্যবহারকারিদের একাউন্টে  আসা অবাঞ্চিত ইমেইল এবং বিজ্ঞাপন চিহ্নিত করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ।

ইয়াহু সম্প্রতি ইমেইল ব্যবহারকারিদের সুবিধার জন্য একটি পলিসি আপডেটে করেছে । নতুন এ পলিসিতে সাইটটি সয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর একাউন্টে সব ধরনের তথ্য স্ক্যান করে নিতে সক্ষম হবে  বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় ।