সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে

dse

dseসূচকের মিশ্রাবস্থায় চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন। রোববার বেলা সাড়ে ১১টায় ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমেছে। ডিএসই ৩০ সূচক বেড়েছে ২ পয়েন্ট। ডিএসই এসময় পর্যন্ত লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দর কমেছে।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪ হাজার ৩৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই ৩০ সূচক বেড়েছে ২ পয়েন্ট।

লেনদেন হওয়া ২৫৬ টি কোম্পানির ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। এসময় পর্যন্ত ঢাকার বাজারে প্রায় ১৯৯ কোটি টাকা শেয়ারের লেনদেন হয়েছে।

এ সময় পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৬০৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৪৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৩ টির কমেছে ৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির।

এমআরবি/