
ভালো এক সপ্তাহ পার করলো দেশের পুঁজিবাজার। এ সপ্তাহে চাঙ্গা ছিল দেশের উভয় বাজার। সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গড় লেনদেন বেড়েছে ৪৬ দশমিক ৯০ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেন বেড়েছে ১০০ কোটি টাকা ৮৯ লাখ টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত সপ্তাহে রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করে। এর ইতিবাচক প্রভাব পড়ে বাজারে। এছাড়াও গত সপ্তাহে হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি না থাকায় বাজারমুখী হয় বিনিয়োগকারীরা।
আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে তিন হাজার ৪৮৩ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৯৫৬ টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল দুই হাজার ৩৭১ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার ২৬১ টাকা। সে হিসাবে গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন বেড়েছে ৪৬ দশমিক ৯০ শতাংশ।
জিইউ/এসএম