গুচ্ছ লেজের কীট !

planthopper

planthopperস্তন্যপায়ী যে সকল প্রাণির লেজ আছে তাদের লেজের শেষে একগুচ্ছ চুল থাকবে তেমনটাই স্বাভাবিক। কিন্তু ছার পোকা জাতীয় প্রণির যদি গুচ্ছ লেজ থাকে সেটা কেমন দেখায়। আর সেটা সত্যিসত্যি জগতে থাকা সম্ভব কিনা সেটা এত দিন বিজ্ঞানীদের জন্য এত দিন একটা বড় প্রশ্ন ছিল। কিন্তু সম্প্রতি এই প্রশ্নের অবসান হয়েছে। মধ্য আমেরিকার ছোট্ট দেশ সুরিনামে পাওয়া গেছে এমন লেজ ওয়াল একটি ছাড় পোকা জাতীয় কীট।

 

প্লান্থোপার নামের ওই লেজ ওয়ালা কীটটি ২০১২ সালের দিকে প্রথম দেখেন ট্রনড লার্সেল। কিন্তু সে সময় তিনি এর কোনো নমুনা সংগ্রহ করতে পারেন নি। তবে সম্প্রতি তিনি প্লান্থোপারের একটি ফটোগ্রাফ নিতে পেরেছেন। তবে তারা একনও নিশ্চিত না যে এই কীটটি আসলেই নতুন কোনো প্রজাতির কি না।